তাফসীরুল কোরআন : মাওলানা মোহাম্মদ আকরম খাঁর শ্রেষ্ঠ কীর্ত্যি
DOI:
https://doi.org/10.52805/bjit.v30i21.214Abstract
মাওলানা মোহাম্মদ আরকম খাঁ সাবেক বঙ্গে বিগত পাঁচশত বছরে যেসব মহান (Great) ব্যক্তি জন্মগ্রহণ করেছেন তাদের একজন। সম্ভবত চার-পাঁচজনের মধ্যে একজন হবেন। তিনি রাজনীতিতে বঙ্গীয় মুসলিম লীগের সভাপতি ছিলেন, শ্রেষ্ঠ আলেমদের একজন ছিলেন এবং সংবাদপত্র জগতের পুরোধা ছিলেন। সর্বোপরি তিনি ছিলেন লেখক। ইতিহাস, সাহিত্য, নবি জীবন এবং কুরআনের গবেষক ও সাহিত্যিক।